Affiliated With University of Chittagong

cift-bd-Logo

Chittagong Institute of Fashion & Technology (CIFT)

cift-bd-Logo

Ornaments Making Training- 8 Days

কোর্সের নাম: গহনা তৈরির প্রশিক্ষণ
Chittagong Institute of Fashion & Technology (CIFT) তে শুরু হচ্ছে ১মাস(৮টি ক্লাস)ব্যাপী গহনা তৈরির প্রশিক্ষণ।


 গহনা বানানোর প্রাথমিক ধারণা থাকলে যেকোনো ধরণের গহনা খুব সহজেই তৈরি করা যায় নিজের মেধা ও রুচিকে
কাজে লাগিয়ে।এ কর্মশালাটি করলে প্রায় সকল ধরণের গহনা বানাতে পারবেন সহজেই।


কর্মশালা কোর্সটিতে যা যা শেখানো হবেঃ
 কর্মশালাটিতে গহনার সেটিং,
 টারসেল মেকিং ও সেটিং,
 একসেসরিজ সিলেকশন,
 কালার কম্বিনেশন ও কানেকশন এ সকল বিষয় বিস্তারিত আলোচনা করা হবে, দেখানো ও শেখানো হবে।


 প্রয়োজনীয় উপকরণের পরিচিতি, কোথায় কিনতে পাওয়া যাবে, দাম, ভালো পণ্য চেনার উপায় ইত্যাদি বিষয়ে ধারণা
দেয়া হবে।


 কর্মশালার বিস্তারিতঃ-
 মেটেল এর গহনা তৈরি।
 কাঠের গহনা তৈরি এবং পেইন্টিং।
 আর্টিফিসিয়াল ফুলের গহনা তৈরি।
 কাপড় এর গহনা তৈরি।


 প্রশিক্ষণের ফিঃ ৩০০০/- টাকা
রেজিস্ট্রেশনের জন্য মোট ফি অফিসে এসে জমা করতে হবে।

Scroll to Top